সুনামগঞ্জ , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক নিরাপদ হবে কবে? গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন করলেন দুই শিক্ষার্থী সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত জামালগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে সমালোচনা বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে : আনিসুল হক হাওরের উন্নয়নে সঠিক পরিকল্পনা চাই: সালেহিন চৌধুরী শুভ ১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি অদম্য মেধাবী অর্পা’র স্বপ্নযাত্রা কি থেমে যাবে? গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে : প্রধান উপদেষ্টা সাগরপথে ইউরোপে যান সবচেয়ে বেশি বাংলাদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’দের বিক্ষোভ জগন্নাথপুরে ৩ আসামি গ্রেফতার হাওরে পানি নেই, সংকটে কৃষি ও মৎস্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিভে গেল আরও এক শিক্ষার্থীর জীবন প্রদীপ খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে : কয়ছর এম আহমদ
বিএনপির কমিটিতে আ.লীগ নেতা

জামালগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে সমালোচনা

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:০৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৩৩:২৮ পূর্বাহ্ন
জামালগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে সমালোচনা
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলায় ৬টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে ঘিরে ব্যাপক সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে অনেক বিতর্কিত ব্যক্তিকে কমিটিতে জায়গা দেওয়ার অভিযোগ উঠেছে।

কমিটিগুলোর একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসহ স্থানীয় তৃণমূল বিএনপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা লিখেন, ঘোষিত কমিটিতে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে যারা অতীতে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির ১১ নম্বর সদস্য নবী হোসেন উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ- ৬টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আহ্বায়ক কমিটিতে কোনো সদস্যই নেওয়া হয়নি। এতে দলীয় আদর্শ ও নীতিনৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন একাধিক নেতা।
এ প্রসঙ্গে ফেসবুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু লিখেছেন, অন্ধ ব্যক্তি দেখতে পায়না, কে ত্যাগী, কে খাঁটি। সে হাতের লাঠিটাকেই মনে করে তাঁর কর্ম পরিধি নির্ণয়ে যোগ্যতার মাপকাঠি। কর্মফলই নির্ধারণ করে পুরস্কার না তিরস্কার।

সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান লিখেছেন, ভাগবাটোয়ারার রাজনীতির ফাঁদে পড়ে প্রকৃত ত্যাগী কর্মীরা হারিয়ে যাচ্ছে। যার ফলে তৃণমূল পর্যায়ে দল মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে এর মাসুল দিতে হবে। জামালগঞ্জের তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের কাছে আমি ব্যক্তিগতভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আমরা কথা ও কাজে মিল রাখতে পারি নাই। তবে আপনারা মনে রাখবেন ‘এইদিন দিন না, আরও দিন আছে, এই দিনেরে নিয়া যাব সেই দিনের কাছে।
সদস্য এমদাদ আফিন্দী লিখেছেন, জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন কমিটি নিয়ে কিছু কথা সংগ্রামী জামালগঞ্জবাসী অত্যন্ত দুঃখের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে, আমরা প্রত্যেকটি ইউনিয়ন কমিটি করতে গিয়ে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও স্বাক্ষর প্রাপ্ত যুগ্ম আহ্বায়কসহ ২১ সদস্য কমিটির সবাই নিজ নেতৃত্ব ও ব্যক্তিত্ব দেখাতে গিয়ে সবাই উপজেলাবাসীকে কথা দিয়েছিলাম। যাদের আওয়ামী লীগের সাথে ছবি থাকবে সেই মানুষগুলো কোনো অবস্থাতেই এই কমিটিতে স্থান যেন না পায়। কিন্তু পরিতাপের বিষয় কমিটি দিতে গিয়ে এতদিন পিছানোর কারণ একটিই ছিল যাতে ঐ লোকগুলো কোন অবস্থাতেই আসতে না পারে। কিন্তু কমিটি ঘোষণার পর দেখা যায় প্রত্যেক ইউনিয়নেই ছবিযুক্ত মানুষগুলো স্থান পেয়েছে। যা প্রত্যেক ইউনিয়নের জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের সবার মনেই প্রশ্ন- এই লোকগুলো কিভাবে স্থান পেয়েছে। আপনাদের সাথে একমত তাই কষ্ট সামলাতে না পেরে ফেসবুকে প্রকাশ করলাম। আমি যে বক্তব্য প্রকাশ করেছিলাম তার জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।

সদস্য নুরে আলম ফরাজী লিখেছেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর কাছে আমার বক্তব্য দেওয়ার কথাগুলা রাখতে পারলাম না। আমি আন্তরিকভাবে দুঃখিত।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরন লিখেন, উপজেলার ২১জন কি ইউনিয়নের ১১ জন সঠিক লোক খোঁজে পেলেন না?
যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুকন লিখেন, যে দলে ত্যাগী কর্মীর অভাব নেই, সেখানে আওয়ামী লীগের লোক দিয়ে কমিটির মানে কি? আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন?

সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুন নুর আখঞ্জী লিখেন, জামালগঞ্জ কমেডির আত্মপ্রকাশ।
বিএনপি কর্মী আজিম উদ্দিন হেলাল লিখেন, জামালগঞ্জ উপজেলা উত্তর ইউনিয়ন কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা দলের দুঃসময়ে আঁচলের নিচে লুকিয়ে ছিল, মিছিল মিটিংয়ে যাওয়া দূরের কথা কথা বলতে সাহস পায় নাই, আজ তারা কী করে কমিটিতে আসে?

ছাত্রদলের সুলেমান আফিন্দী জাফরান লিখেন, আহা রাজনীতি? আহা স্বজনপ্রীতি? আহা গ্রুপিংনীতি? আহারে কমিটি- আফসোস! উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জায়েদ আহমদ লিখেন, আমি হতবাক আমি নির্বাক আমি লজ্জিত। নিষ্ক্রিয়দের ভিড়ে সক্রিয়রা পরাজিত, কেমনে বাস্তবায়ন হবে শহীদ জিয়ার সোনার বাংলা গড়ার স্বন, এযেন রাজনীতি নয়, এ এক আত্মীয়করণ।
স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুল ইসলাম ভূইয়া লিখেন, আওয়ামী লীগের কানা, লেঙরা, আতুর এখন বিএনপির ত্যাগী কর্মী।
স্বেচ্ছাসেবক দলের নেতা মমিন মিয়া ফেসবুকে লিখেন, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পকেট কমিটিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উত্তর ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন ফারুকি লিখেন, মাত্র ১১ সদস্যের মধ্যে যদি লীগের দোসররা স্থান পায়, তাহলে ৫১, ৭১, ১০১ সদস্যের কমিটিতে কি পরিমাণ দোসররা স্থান পাবে একটু বলবেন কি?
সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামিল আহমদ লিখেন, আসলে টাকার কাছে সব ত্যাগী গেল হেরে, হাইব্রিড গেল জিতে।
উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম মোহন লিখেন, উপজেলা বিএনপির কমিটির কি মাথা নষ্ট হয়ে গেছে?. আ'লীগের ওয়ার্ড সভাপতিও আছে কমিটিতে।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও ২য় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান বলেন, নবী হোসেনের নাম আমরা দেইনি, আহ্বায়ক দিয়েছেন। আমরা তার ব্যাপারে জোরালো আপত্তি করলেও তিনি আমাদের কথা শুনেননি। আহবায়ক জোর দিয়ে বলেছেন, সে বিএনপির লোক তার দায়ভার আমি নিব।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কোনো কমিটির সাথে নবী হোসেনের সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে এবং কমিটির কারো ফ্যাসিস্টদের সাথে নির্বাচন ও দলীয় কোনো প্রোগ্রামের ছবির সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ জুলাই) জামালগঞ্জের ৬ টি ইউনিয়নে ১১ সদস্যের আহবায়ক কমিটি যৌথ স্বাক্ষরে অনুমোদন করেন উপজেলা বিএনপির আহবায়ক ও স্বাক্ষর প্রাপ্ত দুই যুগ্ম আহবায়ক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়ক নিরাপদ হবে কবে?

সড়ক নিরাপদ হবে কবে?