ছাতকে খেলাফত মজলিসের আলোচনা সভা
- আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:০৪:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:০৪:৩৫ পূর্বাহ্ন

ছাতক প্রতিনিধি ::
ছাতক -দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ছাতক শহরের মন্ডলীভোগস্থ লাল মসজিদের পাশে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন। ছাতক উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন ও পৌর খেলাফত মজলিসের সেক্রটারি কে এম সুলাইমান তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, সাধারণ স¤পাদক মাওলানা আক্তার হোসাইন, সহ- সাধারণ স¤পাদক নূরুল ইসলাম, মাওলানা আক্তার হোসাইন আতিক, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, ছাতক উপজেলা শাখা সভাপতি মাওলানা আবুল হাসনাত, দোয়ারাবাজার উপজেলার সভাপতি মাওলানা মইনুল হক, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি জাকির হোসেন সাঈদ, ইসলামী ছাত্র মজলিস জেলা সভাপতি মো. এনামুল হক আলী, সাধারণ সম্পাদক জুবায়ের নাবিল, পৌর সহ সভাপতি মাওলানা দ্বীন মুহাম্মদ, দোয়ারাবাজার যুব মজলিস সভাপতি ফয়জুর রহমান, ছাতক উপজেলা সহ সভাপতি হাফিজ আজিজুল হক, ছাতক পৌর সহ সেক্রেটারি হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম, হাফিজ সিদ্দিকুর রহমান, ইসমাইল আলী, আফজালুর রহমান, মাওলানা নাজিম বিন হক, মাওলানা আসআদ আহমদ, হাফিজ শাহিন আহমদ, হাফিজ ফখরুল আমীন, তোফায়েল আহমদ, মাওলানা মনজুর রহমান চৌধুরী, আবু উমামা, মাহবুব রহমান তালুকদার প্রমুখ।
সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের নির্বাচনী প্রচারণা আরও বেগবান করতে এবং দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল খেলাফত মজলিস কর্মীদেরকে নির্বাচনী মাঠে কাজ করতে আহবান করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ