ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা
- আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:১৯:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:১৯:৪৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য্য।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এনামুল হক, সদর উপজেলা একাডেমিক অফিসার মো. আরিফুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়ালি উল্লাহ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসীম বরণ তালুকদার, রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক শাহ আলম, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার এস.এম তরিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, বন্যা ও বন্যার পরবর্তী ঝুঁকি কমাতে এবং বন্যার মোকাবেলা করতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন্যা মোকাবেলার কর্মসূচিও বাড়াতে হবে। বন্যা পরবর্তী সময়ে রোগ-জীবাণু থেকে বাঁচতে অবশ্যই সচেতন থাকতে হবে সকলে। বিশেষ করে ম্যালেরিয়া, ডায়রিয়া, ডেঙ্গু জ্বর ও এডিস মশার উপদ্রব থেকে বাঁচতে সকলের সচেতনতা বাড়াতে হবে এবং ঘর-বাড়ির চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে।
বক্তারা বলেন, সাধারণ মানুষকে জলবায়ু পরিবর্তন এবং বন্যার ঝুঁকি স¤পর্কে সচেতন করতে হবে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও কৌশল স¤পর্কে সচেতনতা তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তন এবং বন্যা সম্পর্কিত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা জরুরি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ