ধর্মপাশা ও মধ্যনগরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৯জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেকের মধ্যে ক্রেস্ট, অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউএনও জনি রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বারী আজাদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডোমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুকের সঞ্চালনে অন্যদের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেসিপ প্রকল্পের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, শিক্ষার্থী সেবক সরকার, সুমাইয়া আক্তার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ