জামালগঞ্জে শিশু শহীদ স্মরণসভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০১:৪৩:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০১:৪৩:১৪ পূর্বাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি ::
জুলাই জাগরণ অনুষ্ঠান উপলক্ষে শিশু শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক এই আয়োজনে কবিতা, গান, আবৃত্তি ও চিত্রাংকনে অংশ নেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম মাখনী মাহিনের সভাপতিত্বে সহকারী শিক্ষক কামরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার ফারজেল আহমদ, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও জুলাই স্মৃতি নিয়ে বক্তব্য রাখেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে শিশু শহীদ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ