জামালগঞ্জ প্রতিনিধি ::
দৈনিক সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য নবী হোসেনর সদস্য পদ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১জুলাই) দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান, ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মালিক ২য় যুগ্ম আহবায়ক আজিজুর রহমান এর যৌথ স্বাক্ষরে নবী হোসেনের সদস্য পদ বাতিল করা হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, পত্রিকার রিপোর্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নবী হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়ায় তাকে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের আহবায়ক কমিটি থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে মো. নিজাম উদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সংবাদ প্রকাশের পর বিএনপি কমিটি থেকে নবী হোসেনের সদস্যপদ বাতিল
- আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০১:৪৬:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০১:৪৭:১৮ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ