জামালগঞ্জে মহিলা কলেজ বাস্তবায়ন কমিটির সভা
- আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০২:১৮:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০২:১৮:১০ পূর্বাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ মহিলা কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আব্দুর রব-এর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম বিন বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য মো. শফিকুর রহমান, আজিজুর রহমান, শাহ মো. শাজাহান, দিলোয়ার হোসেন বাবর, মোশাররফ হোসেন, মদরিছ আলী চৌধুরী, মুজিবুর রহমান, আবু ওবায়দা নাদিম, অঞ্জন পুরকায়স্থ, বশির আহমদ, আব্দুল্লাহ আল মামুন, জহিরুল হক, খুরশেদ আলম, আলী আক্কাস মুরাদ, নূরুল হক, মাকসুদা আক্তার রুনি, মহসিন কবির, রেজাউল করিম কাপ্তান, রিপন তালুকদার প্রমুখ।
সভায় মহিলা কলেজ স্থাপনের জায়গা নির্ধারণের জন্য ১১ সদস্যবিশিষ্ট উপকমিটি গঠন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ