সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

সড়কে মৃত্যুর মিছিল থামাতে কার্যকর পদক্ষেপ জরুরি

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:১৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:১৯:০৪ পূর্বাহ্ন
সড়কে মৃত্যুর মিছিল থামাতে কার্যকর পদক্ষেপ জরুরি
সুনামগঞ্জসহ সারাদেশে সড়ক দুর্ঘটনার ক্রমবর্ধমান হার আজ একটি ভয়াবহ মানবিক ও সামাজিক সংকটে রূপ নিয়েছে। দৈনন্দিন যাতায়াত যেন এখন মৃত্যু ঝুঁকি নিয়ে চলার নামান্তর হয়ে দাঁড়িয়েছে। শুধু চলতি বছরের প্রথম সাত মাসেই সুনামগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন, আহত হয়েছেন শতাধিক। সড়ক দুর্ঘটনার পেছনে কারণগুলোর তালিকা দীর্ঘ এবং পুরনো। অপ্রশস্ত ও অনুন্নত সড়ক, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন, বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন উপেক্ষা - সবকিছুই যেন একে অপরের সঙ্গে হাত মিলিয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করছে। এই অবস্থায়ও আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে দায়সারা কিছু অভিযান, সীমিত সচেতনতামূলক কর্মসূচি, আর পরিবহন সংশ্লিষ্টদের ঠেলাঠেলি - দায়টা কে নেবে, সেই উত্তরহীন বিতর্ক। অন্যদিকে, সুনামগঞ্জবাসীর হতাশা আরও গভীর হয়েছে যখন দেখা যায়, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ। সড়কের উপর থেকে সিএনজি অটোরিকশা ও লেগুনা দখল না সরিয়ে কেবল বক্তৃতায় নিরাপদ সড়ক চাওয়া আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। সম্প্রতি সড়কে অনিয়ন্ত্রিত গতির কারণে চার মাস বয়সী নবজাতকের মৃত্যুর ঘটনাও আমরা ভুলিনি। এইসব হৃদয়বিদারক ঘটনার দায় কে নেবে? সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে একাধিক স্তরে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বাগ্রে প্রয়োজন সড়ক পরিবহন আইন কঠোরভাবে প্রয়োগ। লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে; এর দুর্বলতা ও অকার্যকারিতা এখন স্পষ্ট। বিআরটিএ’র কার্যক্রম প্রশ্নবিদ্ধ; তাদের জবাবদিহিতা নিশ্চিত না করা গেলে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বন্ধ হবে না। একই সঙ্গে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন। জেলার প্রধান সড়কগুলো প্রশস্ত ও টেকসইভাবে নির্মাণ করতে হবে। নির্দিষ্ট গতিসীমা, ওভারটেকিং নিরোধ এবং পরিকল্পিত ডিভাইডার স্থাপনের মতো পদক্ষেপে দ্রুত এগোতে হবে। পথচারী ও চালকদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালু রাখতে হবে। সবচেয়ে জরুরি হচ্ছে প্রশাসনের সদিচ্ছা এবং কার্যকর সমন্বয়। দুর্ঘটনা বন্ধে শুধু চালক নয়, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, বিআরটিএ, পরিবহন মালিক-শ্রমিক সমিতি - সবারই দায়িত্ব আছে। এই দায়িত্ব এড়িয়ে যাওয়া মানে আরও মৃত্যু, আরও শোক। আমরা বলতে চাই, আর একটিও মৃত্যু যেন অবহেলার দায়ে না হয়। “সড়ক নিরাপদ হবে কবে?” - এই প্রশ্নের উত্তর আর দীর্ঘসূত্রতায় হারিয়ে যেতে দেওয়া যায় না। এখনই চাই কঠোর সিদ্ধান্ত, কার্যকর বাস্তবায়ন ও নিয়মভিত্তিক সড়ক পরিবহন ব্যবস্থা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা