মোহাম্মদ নূর ::
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠান’।
বুলবুল সংগীত নিকেতনের আয়োজনে এই স্মরণানুষ্ঠানটি ছিল শিল্প, সাহিত্য ও মানবতাবাদী চেতনার এক আবেগঘন মঞ্চায়ন। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সঞ্জয় গোস্বামী ও সৌমিতা গোস্বামী নোহা’র যৌথ সঞ্চালনায়, বুলবুল সংগীত নিকেতনের সভাপতি প্রীতি ভূষণ চক্রবর্তী’র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক এবং ললিতকলা একাডেমির অধ্যক্ষ অ্যাডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক প্রদীপ কুমার চন্দ, বিশিষ্ট গবেষক সুভাষ উদ্দিন, সুন্দরম শিল্পী গোষ্ঠীর সভাপতি শুল্কা রায় চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক অঞ্জন চৌধুরী, লোকদল শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিধান চন্দ্র বণিক প্রমুখ। বক্তারা তাঁদের আলোচনায় বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রবীন্দ্রনাথ ও নজরুল তাঁদের লেখনির মধ্য দিয়ে চাষী-মজুরদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। শ্রমজীবী মানুষের প্রতি অত্যাচার-নিপীড়ন-শোষণে তাঁরা মর্মাহত হতেন। শ্রেণিবৈষম্যের অবসান কামনা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সাহিত্যকর্মের উৎস ও প্রেরণাস্থল এই সবুজ শ্যামল বাংলাদেশ। অন্যদিকে নজরুলও বাংলাদেশের প্রকৃতি, মানুষের অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধায় আকৃষ্ট হয়েছিলেন। বক্তারা আরও বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল শুধু দুই মহান কবি নন, তাঁরা ছিলেন বাঙালি জাতির আত্মার প্রতিচ্ছবি। সাম্প্রদায়িকতা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁরা তাঁদের কলম ও কণ্ঠে উচ্চারণ করেছেন প্রতিবাদের ভাষা। তাঁদের সাহিত্যে যেমন প্রেম, প্রকৃতি ও মানবতা আছে; তেমনি আছে শ্রমজীবী মানুষের বেদনার গল্প, শোষণবিরোধী সংগ্রামের আহ্বান। এই দুই মনীষার জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য এক অনন্য শিক্ষার পাঠশালা। রবীন্দ্রনাথের সাহিত্য ও নজরুলের সংগীত আজও আমাদের সমাজবোধ, দেশপ্রেম ও মানবিকতার অনুপ্রেরণা। আলোচনা সভা শেষে বুলবুল সংগীত নিকেতনের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় লোকদল শিল্পী গোষ্ঠী, সুনামগঞ্জ কালচারাল ফোরাম, স্বরবিতন সংগীত নিকেতন, সারেগামা শিশু সংগঠন, বীণা সংগীত বিদ্যালয় ও মনোরঞ্জন সাংস্কৃতিক চর্চাকেন্দ্র।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বুলবুল সংগীত নিকেতনের আয়োজনে স্মরণানুষ্ঠান
রবীন্দ্রনাথ ও নজরুল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন
- আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:২৭:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:২৯:৪৫ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ