শান্তিগঞ্জে মুদিদোকানে অগ্নিকান্ড, থানায় অভিযোগ
- আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৫৮:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৫৮:১১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস বাজার পয়েন্টে একটি মুদিদোকানে রহস্যজনক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে এ অগ্নিকা- ঘটে। এতে দোকানঘরসহ দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
শনিবার (২ আগস্ট) বিকেলে ভুক্তভোগী কামাল হোসেন শান্তিগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে কে বা কারা পরিকল্পিতভাবে দোকানে আগুন লাগিয়ে দেয়। ওই সময় দোকানের ভেতরে মালিকের ছোট ভাই নুর হোসেন ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপ ও ধোঁয়ায় ঘুম ভেঙে গেলে কোনো রকমে প্রাণে বেঁচে তিনি বাইরে বেরিয়ে আসেন।
দোকান মালিক কামাল হোসেন বলেন, মাত্র এক সপ্তাহ আগে আমি দোকানটি চালু করেছিলাম। রাতের অন্ধকারে কারা আগুন দিয়েছে, তা আমরা শনাক্ত করতে পারিনি। ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে কেউ এমন ঘটনা ঘটিয়েছে।
খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম আলী জানান, আগুন লাগার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ