হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৯:১৪:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৯:১৪:০০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে সভাটির আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সুনামগঞ্জ জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অশোক তালুকদার। সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিত।
সভায় উপস্থিত ছিলেন শংকর কুমার দাস, রঞ্জিত তালুকদার, রমাকান্ত দাস, রঞ্জিত সূত্রধর, ব্রজেশ রঞ্জন চৌধুরী, নিরঞ্জন দেবনাথ, নিখিল চক্রবর্তী, রিন্টু রায়, সুধাংশু, সজীব রায়, রাজন রায়, শম্ভু বণিক, অজিত দাশসহ আরও অনেকে।
সভায় বক্তারা হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম শক্তিশালী করতে আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ