দোয়ারাবাজারে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার : অভিযুক্ত গ্রেপ্তার
- আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:২৬:০৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:২৬:০৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে নজির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নজির হোসেন উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের আবুল হোসেনের পুত্র। রবিবার ভোর চারটার দিকে তাকে নূরপুর থেকে আটক করে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে নজির হোসেন কিশোরটিকে মুখ চেপে ধরে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করে। পরবর্তীতে কিশোরটি কান্নাকাটি করে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দিতে একটি সালিশি বৈঠকের আয়োজনের চেষ্টা করা হয়। কিন্তু ভুক্তভোগী কিশোরের পরিবার সালিশ মানতে রাজি না হয়ে রাতেই দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
কিশোরের মা বলেন, আমার বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে পাশবিক নির্যাতন করেছে নজির হোসেন। আমি এর সঠিক বিচার চাই। ও যেন উপযুক্ত শাস্তি পায়, এটাই আমার চাওয়া।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরকে বলাৎকারের অভিযোগে নজির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ