সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

৩ দফা দাবি পূরণের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৫৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৮:০৬:০৪ পূর্বাহ্ন
৩ দফা দাবি পূরণের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকেরা।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে এই বৈঠক হয়। এতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে হাতাহাতির পর গত রোববার বিকেলে প্রথমে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। এরপর বিকেল পাঁচটা থেকে লাগাতার ধর্মঘট শুরু করেন তারা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বৈঠক শুরু হয়। এতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বাসমালিক ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে শিক্ষার্থীরা রোববার সকালের ঘটনা তুলে ধরেন। বাসশ্রমিকেরাও ঘটনার বর্ণনা দেন। পরে বিস্তারিত আলোচনার পর শ্রমিকেরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। বৈঠকে সুবিপ্রবি’র পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান শেখ আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির, সাধারণ সম্পাদক নূরুল হক উপস্থিত ছিলেন। শ্রমিকনেতা সেজাউল কবির বলেন, প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আমাদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বলেছে, আর এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটবে না। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, তিন দফা দাবিতে শ্রমিকেরা কর্মবিরতির কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তিন দফা দাবির মধ্যে ছিল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ওপর হামলার ঘটনার বিচার ও কারাগারে থাকা শ্রমিকের মুক্তি দিতে হবে। পরিবহন শ্রমিকদের ডাকে ধর্মঘটের কারণে রবিবার বিকেল থেকে সুনামগঞ্জ থেকে কোনো বাস সিলেট, ঢাকাসহ দেশের অন্য কোথাও ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিবহনশ্রমিক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার সকালে জেলা শহর থেকে কয়েকজন শিক্ষার্থী সিলেটগামী একটি বাসে করে ক্যা¤পাসে যান। সেখানে নামার সময় ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া হয়। এতে এক শিক্ষার্থী আহত হন। পরিবহনশ্রমিকদের অভিযোগ, শিক্ষার্থীরা শান্তিগঞ্জে ক্যা¤পাসে নামার সময় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সেখানে একটি গাড়ি ভাঙচুর করেন। শ্রমিকদের মারধর করে ক্যা¤পাসে আটকে রাখেন। এ ঘটনা জানাজানি হলে দোষীদের বিচার দাবিতে বেলা তিনটার দিকে সুনামগঞ্জ বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী সুনামগঞ্জ জেলা শহর থেকে শান্তিগঞ্জ আসছিলেন। অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে বাসের চালকের সহকারীর সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই সহকারী একজন শিক্ষার্থীকে ধাক্কা দেন। তিনি বাসের জানালার সঙ্গে ধাক্কা খান। এতে তার মাথা ফেটে যায়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, রবিবার সকালে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হন। এসময় শিক্ষার্থী কর্তৃক একটি বাস ভাঙচুর করা হয়। পরিবহন শ্রমিককে মারধর এবং বাস ভাঙচুরের প্রতিবাদে ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবিতে অনির্দিকালের কর্মবিরতি পালনের ডাক দেই।
সোমবার দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবে কর্মবিরতি পালিত হয়। জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে দাবির বিষয়গুলো কার্যকরের আশ্বাসের ফলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। যাত্রী সাধারণের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন নুরুল হক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা