জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিশেষ প্রার্থনা ও সভা
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৪০:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৪০:৪৭ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পরলোকগত ছাত্র-জনতার আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের নতুনপাড়াস্থ শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরে এই কর্মসূচির আয়োজন করে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং পুরোহিত ও সেবাইত দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সুনামগঞ্জ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী হৃদয়ানন্দ মহারাজ। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্য, টিওটি সুবিমল চক্রবর্তী চন্দন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌর গোপাল দাস, কৃষ্ণ গোপাল দাস, নারায়ণ চক্রবর্তী, অশোক গোস্বামী, ফিল্ড সুপারভাইজার দৃষ্টি রায়, মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক সুমা দাস, সুবর্ণা বণিক, মনি চক্রবর্তী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ভক্তবৃন্দ।
আলোচনার শেষে অমিত চক্রবর্তীর পরিচালনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় শহীদ ছাত্রদের আত্মার শান্তি, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ