জাউয়া বাজার ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৪২:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৪২:১১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদযাপন উপলক্ষে জাউয়া বাজার ডিগ্রি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট, মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ-এর সভাপতিত্বে ও প্রভাষক দুলাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোহাম্মদ আরশ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ এডহক কমিটির দাতা সদস্য সামসুল কবির মুহিত, উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিক, সহকারী অধ্যাপক জয়া ধর রুবি, বিলকিস সুলতানা, সমর কুমার সরকার, নীল মাধব সিংহ, শ্যামা প্রসাদ দাশ, সোমা চক্রবর্তী, মোহাম্মদ মুজিবুর রহমান, প্রভাষক নীপা রানী দত্ত, মৃত্যুঞ্জয় দাশ, সুমন খান, শারমীন সুলতানা, মো. দিলশান খান, অজয় সরকার ও গৌছুল হক নাঈম।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক পুলক চন্দ্র বিশ্বাস, মো. শাহাব উদ্দিন, মাহবুব ইসলাম, ইকবাল হোসেন, সারোয়ার জাহান মামুন, সহকারী গ্রন্থাগারিক মোছা. মুনমুন বেগম, শরীরচর্চা শিক্ষক মো. লুৎফুর রহমান প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ