জুলাই গণঅভ্যুত্থান দিবস
শহীদ সোহাগের কবরে জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৪৭:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৪৭:৪৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসন।
কর্মসূচির শুরুতে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গণঅভ্যুত্থানে শহীদ সোহাগ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উত্তম কুমার সরকার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, শহীদ সোহাগের পিতাসহ পরিবারের সদস্যবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের পর শহীদ সোহাগের কবর জিয়ারত ও মোনাজাত করা হয়।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শহীদ সোহাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সাহসিকতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী ঢাকার রাজপথে বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের বাসিন্দা দুই সহোদর মো. সোহাগ মিয়া ও শুভ মিয়া। সেই মিছিলে গুলি চালায় পুলিশ, ঘটনাস্থলেই প্রাণ হারান সোহাগ মিয়া। ছয় আগস্ট সোহাগের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ