স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে অবৈধভাবে উত্তোলিত বালু বহনকারী একটি বাল্কহেড জব্দ এবং এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিশ্বম্ভরপুর বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন ও বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা বালুভর্তি বালল্কহেডসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হযেছে। এছাড়া জব্দকৃত বালুবোঝাই নৌকাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। বিশ্বম্ভরপুর ইউএনও মেরিনা দেবনাথ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জনস্বার্থে কোনো অনিয়মই বরদাস্ত করা হবে না।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বিশ্বম্ভরপুরে বাল্কহেড জব্দ, এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা
- আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:২২:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:৩৪:৪২ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ