চেলা নদীতে থামছে না বালু উত্তোলন, ক্ষোভে ফুঁসছেন ৬ গ্রামের মানুষ

স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারের চেলা নদীতে ড্রেজার সিন্ডিকেটের অবৈধ বালু উত্তোলন থামছেই না। নদীর বুক চিরে দিন-রাত বালু লুটে ক্ষয়ে যাচ্ছে তীর, বিলীন হচ্ছে ফসলি জমি। এর প্রতিবাদে শুক্রবার (৮ আগস্ট) উত্তাল হয়ে ওঠে দোয়ারাবাজারের ছয় গ্রাম। দুপুর ১টায় নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও খেয়াঘাটে কয়েক শত শ্রমিক ও গ্রামবাসী বিক্ষোভ মিছিল শুরু করেন। পূর্বচাইরগাঁও, সারপিনপাড়া, সোনাপুর, চাইরগাঁও, হাবিবনগর ও রহিমের পাড়া গ্রামের মানুষ কাস্টমস অফিস ও বিজিবি টহল পোস্ট পেরিয়ে সোনালী চেলা বিজিবি ক্যা¤েপ গিয়ে ড্রেজার বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ দাবি করেন। পরে তারা চাইরগাঁও অটোস্ট্যান্ড ও পূর্বচাইরগাঁও গ্রাম প্রদক্ষিণ করে খেয়াঘাটে ফিরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।
গ্রামবাসীরা অভিযোগ করেন, রাতের আঁধারে ড্রেজার বসিয়ে নদী কেটে নিচ্ছে সিন্ডিকেট। এতে ভাঙছে ঘরবাড়ি, হারাচ্ছে জমি, জীবিকা সংকটে পড়ছে শত শত পরিবার।
এদিকে, বিক্ষোভ মিছিলের পর ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে আলোচনা করেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল, এএসআই ফরহাদ হোসেন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বৈধসকল আইনী সহযোগিতায় পুলিশ সবসময় পাশে আছে বলে তারা জানান।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন স¤পূর্ণ অবৈধ। নদীতে ড্রেজার মেশিন বসালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ