বৃষ্টিভেজা দিনে নৌকা বাইচে উৎসবের রঙ
- আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২০:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২০:৫১ পূর্বাহ্ন

মোহাম্মদ নূর ::
এক সময় বর্ষা মানেই ছিল নদীর বুকে বাঁশির সুর, ঢোলের তালে বৈঠার ছন্দ, আর দর্শকদের উল্লাসধ্বনি। কিন্তু আধুনিকতার ঢেউয়ে সে দৃশ্য আজ প্রায় বিলুপ্তির পথে। তবে ভাটি বাংলার হারানো এই ঐতিহ্যকে নতুন প্রাণ দিতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে দিরাই উপজেলার শ্যামারচরে আয়োজিত হলো বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা।
শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর শ্যামারচর বাজারসংলগ্ন মরা সুরমা নদীতে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলা ও উপজেলার জনপ্রিয় নৌকাদল এতে অংশ নেয়। সকাল থেকে আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাতে যোগ হয় মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবুও থেমে থাকেনি মানুষের ঢল। শ্যামারচর বাজারের খেয়াঘাটের দুই তীরে সারি সারি নৌকায় ভরে ওঠে দর্শনার্থীদের ভিড়। দূর-দূরান্ত থেকে ছাতা মাথায় হাজারো মানুষ ভিড় জমায় নদীর তীরে।
প্রতিযোগিতা শুরুর আগে আয়োজক শিশির মনির বলেন, এই আয়োজন জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ নতুন করে প্রাণ ফিরে পাবে, গ্রামীণ সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধন ঘটবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।
প্রতিটি দলে ছিলেন পেশাদার মাঝি-মাল্লা, যাদের বৈঠার ছন্দে নদীর বুকে তৈরি হয় দুরন্ত গতি ও সঙ্গতিপূর্ণ সুর। মুহূর্তে মুহূর্তে পাল্টে যায় প্রতিযোগিতার দৃশ্যপট, আর দর্শকরা মাতোয়ারা হয়ে ওঠেন উল্লাসে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার- প্রথম পুরস্কার সোনার হরিণ, দ্বিতীয় পুরস্কার সোনার প্রজাপতি এবং তৃতীয় পুরস্কার একটি মোটরসাইকেল।
নৌকা বাইচ শেষে নদীর পাড় জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, বৃষ্টির ফোঁটা, বৈঠার ছলাৎছল, আর দর্শকের করতালিতে যেন ভাটি বাংলার হারানো সুর আবারও ফিরে এলো শ্যামারচরের মরা সুরমা নদীপাড়ে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ