স্টাফ রিপোর্টার::
গত ২৯ জুলাই জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি কর্তৃক উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. লিটন তালুকদারকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় স্থানীয় নেতা-কর্মীর উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা জমায়েত হয়ে মিছিলটি বের করেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাচনা বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মো. লিটন তালুকদারকে সদস্য নির্বাচিত করায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান। ভবিষ্যতে লিটন তালুকদারের নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম মোহন, উত্তর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম,শাহ আলম, নূর মোহাম্মদ মকবুল, সাজ্জাদ, লালন, রুহুল আমিন, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম, আলী হোসেন, লাল মিয়া, ইমরান মিয়াসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল
- আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২৩:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৩৭:১৭ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ