অনলাইন নিউজ পোর্টাল দৈনিক তালাশ নিউজ-এর যাত্রা শুরু
- আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৮:৫৬:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৮:৫৬:২৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম দৈনিক তালাশ নিউজ। শনিবার (৯ আগস্ট) রাত ৮টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য নাদির আহমেদ, আবুল মনসুর মো. শওকত, মোনাজ্জির হোসেন সুজন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, সাংবাদিক মাহবুবুর রহমান পীর।
সাংবাদিক মাসুম হেলাল ও শহীদ নুর আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক হিমাদ্রী শেখর ভদ্র, একে কুদরত পাশা, মো. আমিনুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক তালাশ নিউজের স¤পাদক ও প্রকাশক শাহ মোহাম্মদ ইউসুফ হক ফরহাদ, সাংবাদিক হাসান চৌধুরী, জসীম উদ্দীন, সেলিম আহমেদ তালুকদার, মো. ফরিদ মিয়া, আবু হানিফ, ঝুনু চৌধুরী, কে.জি. মানব তালুকদার, সোলেমান কবির, মো. আব্দুল বাছির, সৈয়দ একরাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, দৈনিক তালাশ নিউজ যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, এই প্রত্যাশা রইল। আপনারা যেহেতু গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ, তাই দায়িত্বশীলতা বজায় রেখে সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরুন। সাংবাদিকরা যদি কখনো সংবাদ সংগ্রহের সময় নিরাপত্তার অভাব বোধ করেন, তবে সরাসরি জেলা প্রশাসনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে কেক কেটে দৈনিক তালাশ নিউজ-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ