সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ
- আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৬:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৬:৩১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এনামুল হোসেন পাঠানের বিরুদ্ধে সরকারি খাস জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রোববার সকালে ৪২ জন স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হয়।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, ৩ বছর আগে সরকারিভাবে সাচনা বাজার ইউনিয়নের নূরপুরের নদী ভাঙন এবং ভূমিহীন ও গৃহহীন ৭৬টি পরিবারকে দুই শতক জায়গাসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়। গুচ্ছ গ্রামের সামনে ২৫ বিঘা সরকারি খাস ভূমি রয়েছে। এই খাস ভূমিতে গুচ্ছগ্রামের লোকজন চলাচল ও শাকসবজি আবাদ করেন। সম্প্রতি সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এনামুল হোসেন পাঠান জায়গাটি জোরপূর্বক দখল করছেন। এতে গ্রামবাসী বাধা দিলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে করে গুচ্ছ গ্রামবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য এনামুল হোসেন পাঠান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো খাস জায়গা দখল করিনি। আগের ইউএনও স্যার বলে গিয়েছিলেন যার যার ঘরের সামনের খালি জায়গায় তারা ফসল চাষ করবে। আমিও এব্যাপারে তাদেরকে বলেছি। এখন যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন ইউএনও স্যার তদন্ত করলে তার সত্যতা পাবেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ