সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সাদাপাথরের সব পাথর অবাধে লুটে নেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী এই পর্যটনকেন্দ্র থেকে শত শত মানুষ নৌকা ভরে পাথর নিয়ে যাচ্ছে। স্তূপকৃত পাথরের পাশাপাশি মাটি খুঁড়েও নেওয়া হচ্ছে পাথর। গত কয়েকদিন ধরে অবাধ লুটপাটের কারণে সাদাপাথর এখন প্রায় পাথরশূন্য।
সাদাপাথর লুটের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী গণমাধ্যমকে বলেন, সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর উত্তোলন ও নিয়ে যাওয়ার ভিডিও আমি দেখেছি। এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে বিজিবি ও পুলিশের সহযোগিতায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হবে। স্থানীয়সূত্র জানায়, কোম্পানীগঞ্জের সাদাপাথর, শাহ আরেফিন টিলাসহ যেসব স্থানে বালু-পাথর রয়েছে, সেসব স্থানে গত বছরের ৫ আগস্টের পট-পরিবর্তনের পর থেকে ব্যাপক লুটপাট শুরু হয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে কয়েক দিনে শত শত কোটি টাকার পাথর লুটে নেয় প্রভাবশালীরা। পরে প্রশাসনের কঠোরতায় লুটপাট কিছুটা কমলেও সম্প্রতি সাদাপাথরে ফের অবাধ লুটপাট শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে পাহাড়ি ঢলে ভারত থেকে বিপুল পরিমাণ পাথর এসে সাদাপাথর পর্যটনকেন্দ্রে জমা হয়। ঢলের কারণে ওই সময় সেখানে পর্যটকের যাতায়াতও বন্ধ ছিল। এই সুযোগে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় শত শত মানুষ পাথর লুট শুরু করে। সেখানে বিজিবি ক্যাম্প থাকলেও তাদের সামনেই অবাধে পাথর লুট হয়েছে। সাদাপাথর এলাকার একাধিক ব্যক্তি জানান, ধলাই নদীতে শত শত নৌকা দিয়ে সাদাপাথর লুটে নেওয়া হচ্ছে।
মূল পর্যটনকেন্দ্রের বড় বড় সব পাথর ইতিমধ্যে লুটে নেওয়া হয়েছে। সারি সারি পাথরের মনোরম সেই দৃশ্য আর নেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ধূ-ধূ বালুচর। তারা আরও জানান, মাটি খুঁড়ে ছোট বড় সব পাথর এমনকি বালুও লুটে নেওয়া হচ্ছে। স্থানীয় একজন গণমাধ্যমকর্মী জানান, অভিযোগ উঠেছে পাথরখেকো প্রভাবশালী মহল লুটপাটের মাধ্যমে এই পর্যটনকেন্দ্র ধ্বংস করতে চায়। যাতে প্রশাসন সেখানে আর নজরদারি না করে। এ লক্ষ্যে তাদের ইন্ধনে অবাধে পাথর লুট হচ্ছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ বলেন, সম্প্রতি এখানে যে ধরনের লুটপাট হচ্ছে তা পুলিশের একার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন বড় ধরনের একটি যৌথ অভিযান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
লুটে শেষ সাদাপাথর
- আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:২৯:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:১০:১৯ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ