৯ দফা দাবিতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ
- আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৩১:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৩১:৩৪ অপরাহ্ন

‘জাতীয় স্বার্থ ও নিরাপত্তা জলাঞ্জলি দিয়ে বিদেশীদের বন্দর ও করিডোর প্রদানের নামে বাংলাদেশকে যুদ্ধ ক্ষেত্রে পরিণত করার অপতৎপরতা’ বন্ধ, জাতীয় ন্যূনতম মজুরি ৩০হাজার টাকা ঘোষণা ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ারে স্কয়ারে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজন এই কর্মসূচি পালিত হয়।
জেলা স্কপের সদস্য ও জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সিলেট জেলা শাখার যগ্ম সাধারণ স¤পাদক রমজান আলী পটু, জেলা স্কপের সদস্য মনির মিয়া, জেলা রিকসা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি আব্দুল করিম, জেলা হকার সংঘের সেক্রেটারি বিন¤্র মালাকার প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ