শান্তিগঞ্জে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান
- আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৪:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৪:২৪ অপরাহ্ন

পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধ, পরিবেশ সংক্রান্ত অপরাধের বিচার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গত রবিবার (১০ আগস্ট) সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন কবির-এর নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ এমদাদ পরিবেশ আদালত আইন, ২০১০-এর ধারা ১২(১১) অনুযায়ী স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে এই কোর্ট পরিচালনা করেন।
অভিযানটি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারে পরিচালিত হয়েছে। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক) অনুযায়ী অবৈধভাবে মজুদ করা পলিথিন জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের জরিমানা করা হয়। এই কার্যক্রমে সুনামগঞ্জ জেলা পুলিশ, র্যাব-৯ (সিপিসি-৩) এবং জেলা পরিবেশ পরিদর্শকরা সার্বিক সহযোগিতা করেন।
সুনামগঞ্জ জেলার মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের নিমিত্ত ভবিষ্যতে পরিবেশ আদালত আইনের অধীন মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ