সদর উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
- আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৯:১৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৯:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা ও সমতার ভিত্তিতে লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লটারি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন-এর নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, নিয়োগপ্রাপ্ত ডিলারদের দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা এবার সুযোগ পাননি, তারা ভবিষ্যতে আবারও অংশ নিতে পারবেন। তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি একটি কল্যাণমুখী উদ্যোগ। স্বচ্ছতার ভিত্তিতে লটারি অনুষ্ঠিত হওয়ায় এখানে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ নেই। প্রত্যেকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, কৃষি অফিসার মো. রাকিবুল আলম, সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ অলিউল্লাহ, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. রকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে চাল সরবরাহ করা হয়, যা সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কার্যক্রম হিসেবে বিবেচিত।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ