সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

নদী দূষণ ঠেকাতে নেটওয়ার্কিং টয়লেট প্রকল্প উদ্বোধন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১২:২৮ পূর্বাহ্ন
নদী দূষণ ঠেকাতে নেটওয়ার্কিং টয়লেট প্রকল্প উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: হাওর-নদীবেষ্টিত ভাসমান জনপদ বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খলাচাঁনপুর। মৎস্য আহরণ আর যৎসামান্য কৃষিই গ্রামের মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস। এই গ্রামের শতভাগ মানুষ নদীর উপর ঝুলন্ত বাঁশের টয়লেট ব্যবহার করে আসছিলেন। হেমন্তে ও বর্ষায় টয়লেটের মলের গতিপথ ছিল নদী, আর এ নদীর পানি দিয়েই রান্না-বান্না, গোসলের কাজ সারতেন তারা। এবার অক্সফাম ইন বাংলাদেশ-এর আর্থিক সহায়তায়, অফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট ইরা পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত নেটওয়ার্কিং টয়লেট প্রকল্প বাস্তবায়ন করে বদলে দিয়েছে গ্রামবাসীর জীবনধারা। ৪০টি পরিবারের জন্য তৈরি করা হয়েছে ১০টি পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত নেটওয়ার্কিং টয়লেট। বুধবার খলাচাঁনপুর গ্রামে একই ট্যাংকিতে ১০টি টয়লেটের মল স্থানান্তরের সুযোগ রেখে তৈরি করা আধুনিক পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত নেটওয়ার্কিং টয়লেট প্রকল্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। ওইদিন বেলা ১১টায় খলাচানপুর গ্রামে গ্রামবাসী ও ইরা’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় মূল বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, শিক্ষাই আমাদের মূল শক্তি। অবহেলিত জনপদের মানুষজনকে নানা দিক আলোচনা করে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে গ্রামবাসীর জীবন মান উন্নয়নে জিও-এনজিও সহায়তায় শ্মশানঘাট, ওয়াটার নেটওয়ার্কিং প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থাসহ নানাবিধ সুবিধা দেওয়ার আশ্বাস দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ গ্রামবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন। এছাড়া ইরা হাইস্কুল পড়ুয়া গ্রামের প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা হিসেবে ১০ হাজার করে টাকা সহায়তা দেওয়ার ঘোষণা করে। ইরা’র মনিটরিং এন্ড ইভায়েলেশন অফিসার ফজলুল করিমের সঞ্চালনায় ও ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন অক্সফাম ইন বাংলাদেশ’র পিএইচপি কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান, ইরার প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা