স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, সুনামগঞ্জের হাওর অঞ্চলের পরিবেশগত গুরুত্ব অপরিসীম। এটি শুধু আমাদের সম্পদ নয়, এটি জাতীয় সম্পদ। এই অঞ্চলের পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। সবাইকে ইসিএ ব্যবস্থাপনার নীতিগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সুনামগঞ্জ জেলা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা- ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। সভায় পরিবেশ দূষণ রোধ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অন্যান্যের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান, হাউস বোট ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, জলের গান হাউসবোটের স্বত্বাধিকারী শ্রাবণ আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম, সাংবাদিক তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জেলা ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
হাওরাঞ্চলের পরিবেশ সুরক্ষায় কোনো আপস করা হবে না : জেলা প্রশাসক
- আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:২৬:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৩৩:০৪ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ