আজ সুনামগঞ্জে আসছেন ধর্ম উপদেষ্টা
- আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৯:২২:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৯:২২:২০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
আজ শুক্রবার সুনামগঞ্জে আসছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি তাহিরপুর উপজেলার শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণকাজ পরিদর্শন করবেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপদেষ্টার একান্ত সচিব ও যুগ্ম সচিব ছাদেক আহমদ স্বাক্ষরিত সফরসূচিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলার তাহিরপুর উপজেলার শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণকাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দুপুর ১টায় তিনি সুনামগঞ্জ সার্কিট হাউসে ফিরবেন এবং নিকটস্থ জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। বিকেল ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ