দিরাইয়ে খালেদা জিয়ার জন্মদিন পালিত
- আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৩৩:০৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৩৩:০৬ পূর্বাহ্ন

দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে নানা আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত হয়েছে। বিএনপির জেলা কমিটির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সমর্থকগোষ্ঠী থানা রোডের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা কমিটির সদস্য সোয়েব হাসান, উপজেলা ছাত্রদের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদের আহবায়ক সাজু চৌধুরী, কলেজ ছাত্রলের সভাপতি সালমান মিয়া প্রমুখ।
অপরদিকে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী সমর্থকগণ বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক আমিরুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ