টাঙ্গুয়ার হাওরে মর্মান্তিক মৃত্যু
বাবার চোখের সামনেই ডুবে যায় শিশু মাসুম
- আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৫৯:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৫৯:২৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে শুক্রবার ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পর্যটকবাহী হাউসবোট ‘লালন তরী’ থেকে পানিতে পড়ে চার বছর বয়সী শিশু মাসুমের করুণ মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে। আনন্দভ্রমণে বের হওয়া একটি পরিবার মুহূর্তেই ডুবে গেল অসীম বিষাদে। মাসুম ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান।
জানাযায়, সিলেটের শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেন তার পরিবারের সদস্যসহ ২০ জনের একটি দল নিয়ে হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওয়ানা হন। চলতি পথে ছোট্ট মাসুম অন্য একটি শিশুর সঙ্গে জানালার পাশে দাঁড়িয়ে প্রকৃতি দেখতে দেখতে খেলছিল। হঠাৎ টাল সামলাতে না পেরে চলন্ত নৌকার জানালা দিয়ে সরাসরি পানিতে পড়ে যায় সে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পানিতে ঝাঁপ দেন তার বাবা কবির হোসেন। একবিন্দু অপেক্ষা না করে সন্তানের জীবনের জন্য প্রাণপণে ¯্রােতের সঙ্গে যুদ্ধ করতে থাকেন তিনি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। বুকফাটা আহাজারি আর স্বজনদের কান্নায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় হাউসবোটের উৎসবের সে সুর।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে। তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ