শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
- আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:২৬:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:২৬:৫০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে শান্তিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় অবস্থিত শ্রীশ্রী রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আখড়া মন্দিরে ফিরে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। শোভাযাত্রায় নানা বয়সী ভক্তরা অংশ নেন। শঙ্খধ্বনি বাজিয়ে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা গীতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।
এই আয়োজনে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রণবীর মজুমদার, সাধারণ স¤পাদক রঞ্জিত সূত্রধর। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঝন্টু তালুকদার, অনিল দাশ, ললিত মোহন দাশ, রনসিন্ধু তালুকদার, পিযুশ দেব, বীরদাশ, বিজয় কৃষ্ণ দাশ, গৌরাঙ্গ দাশ, সুধা রঞ্জন মজুমদার, কেশব দেব, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কালি দে, রজত দেবনাথ, বিপুল সূত্রধর, নিশি সূত্রধর, জয় চক্রবর্ত্তী, রিংকু দেব, রজত মজুমদার, নকুল দাশ, সত্য সূত্রধর, সঞ্জিত চক্রবর্ত্তী, বকুল দাশ, অমরিকা পাল, অমরিকা সূত্রধর, অনন্ত সূত্রধর, কল্লোল ভট্টাচার্য, মৃদুল দাশ, অসিত সূত্রধর প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ