স্টাফ রিপোর্টার ::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বাদ আসর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদল সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সাজিদুর রহমান সাকিবের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেনা ছাত্রদল নেতা তামিম আরেফিন ইফতি, আব্দুল্লাহ আল মামুন, ইমাম হুসাইন, সূয়েব আলম, জিহাদ, আলমগীর, বিশ্বম্ভরপুর সরকারি দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সায়েম মিয়া ও সদস্য সচিব ইসমাউজ্জামান জামান উজ্জ্বল প্রমুখ। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ, দেলোয়ার হোসেন, হিমেল কবীর, রুবেল মিয়া, শমসের কাজী মোসা, এমদাদুল হক মিলন, পারভেজ হোসেন, জাহিদুল হক ও অলি প্রমুখ। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আজিজ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বিশ্বম্ভরপুরে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৩৮:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৯:০৩:৫৬ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ