বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:৩৯:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:৩৯:৪৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার::
বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সালাম (৪৫)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি বাজার গ্রামের মো. ছাদেক সরকারের ছেলে। আব্দুস সালাম আবুল খায়ের টোবাকো কোম্পানির সুনামগঞ্জের টেরিটরি সেলস অফিসার (টিএসও) হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শক্তিয়ারখলা বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যায় আব্দুস সালাম (৪৫) শক্তিয়ারখলা বাজার হয়ে মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো-হ ৬৮-৩৮২৩) সুনামগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় শক্তিয়ারখলা বাজার অতিক্রম করে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়ে পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাভাবিকভাবেই তিনি মোটরসাইকেল চালিয়ে শক্তিয়ারখলা বাজার অতিক্রম করেছেন। বাজার অতিক্রম করে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালককে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, মোটরসাইকেলের গতি বেশি ছিল। যে কারণে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি।
বিশ্বম্ভরপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আবুল খায়ের টোবাকো কোম্পানির সুনামগঞ্জের টেরিটরি সেলস অফিসার (টিএসও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ