ধর্মপাশায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:৪৮:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১২:৪৮:০০ পূর্বাহ্ন

সাইফ উল্লাহ ::
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধর্মপাশা উপজেলায় বর্ণাঢ্য র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা উপজেলা হাসপাতাল পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুরু। সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব তোফায়েল আহম্মেদ সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষরপ্রাপ্ত) এসএম রহমত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন রশিদ রুবেল।
বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত বেপারী ও যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রনি মিয়া এবং ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাঁচন আহমেদ।
এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহীন খান, ইমন আহম্মেদ মানিক, নাজিম খান, আনোয়ার হোসেন, সদস্য রনি তালুকদার, জুনায়েদ, শামীম আহমেদ, রেজা হোসেন তালুকদারসহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে ডাস্টবিন স্থাপন করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবির সরকার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ