বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:২৫:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:২৫:২২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা বিএনপি’র আয়োজনে এই বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক কয়ছর এম আহমেদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করে বিএনপি সফল হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে, তার মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপিকে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলটি দেশের রাজনীতিতে আমূল পরিবর্তনের জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে এবং দেশ আরও এগিয়ে যাবে। বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মন জয় করে বিএনপিকে বিজয়ী করা। বক্তারা বলেন, আল্লাহ ছাড়া কোনো অপশক্তি আগামী ফেব্রুয়ারির নির্বাচন আটকাতে পারবে না।
অপরদিকে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সংগঠনিক স¤পাদক আ স ম খালিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, তাহিরপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সৈয়দ শফিক, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল করিম পাঠান, বিএনপি নেতা রুপন মিয়া, আব্দুল মজিদ, যুবদল নেতা লতিফ মিয়া, হুমায়ুন কবির, জালাল উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল করিম পাঠান, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ, বিএনপি নেতা রুপন মিয়া, যুবদল নেতা লতিফ মিয়া, হুমায়ুন কবির, জালাল উদ্দিনসহ জেলা, উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
পরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, আবুল মনসুর মোহাম্মদ সৈকত, ব্যারিস্টার আবিদুল হক আবিদ, সেলিম আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমানসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সদর উপজেলার জাহাঙ্গীরনগর, সুরমা, রঙ্গারচর, গৌরারং, কাঠইর, মোহনপুর, লক্ষণশ্রী, মোল্লাপাড়াসহ শহরতলির বিভিন্ন পাড়া মহল্লা থেকে খ- খ- মিছিল নিয়ে আলফাত স্কয়ারে আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি’র নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ