ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১২:২৪:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১২:২৭:১৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের “দৃষ্টি প্রকল্প” এর আওতায় এবং ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সুনামগঞ্জ পৌরসভা হলরুমে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ১১৫ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ৪০ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যা¤েপর উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল এবং সঞ্চালনা করেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন। ব্যবস্থাপক গোলাম আজাদ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক নিয়মিতভাবে ছানি রোগীদের চিকিৎসা সেবা ও মেধাবৃত্তি প্রদান করে আসছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন মহোদয়ের আন্তরিক সহযোগিতায় সুনামগঞ্জ জেলায়ও এসব মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ উদ্যোগের প্রশংসা করেন এবং ডাচ্-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ