সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন তৎকালীন আইজিপির বর্ণনায় ৫ আগস্ট সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন জামালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই : জেলা প্রশাসক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা প্রকৌশলী কামরুল হকের মৃত্যু নিয়ে রহস্য স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যা’ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌ ও বিমান বাহিনী সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধন অকেজো ১০ হাজার নলকূপ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামালগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে কৃষক লীগ নেতা! ‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম মাছশূন্য হাওর, সংকটে জল-জীবিকা ব্রিটিশ-বাংলাবাজার সড়ক বেহাল : দুর্ভোগে হাজারো মানুষ ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ সদর হাসপাতালে আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ

দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৮:৩৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৮:৩৭:২৭ পূর্বাহ্ন
দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর হাসপাতালের গুদামে আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় এবার জেলা প্রশাসন তিন সদস্যের একটি জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন করেছে। সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ৩ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও ডেপুটি সিভিল সার্জনসহ তিনজনের নেতৃত্বে একটি কমিটি করে কোটি টাকার ওষুধের মেয়াদোত্তীর্ণের কারণ, দায়িদের শনাক্তকরণ ও করণীয় বিষয়ে তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে প্রধানের নির্দেশনা দেওয়া হয়। উল্লেখ্য, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বিপুল পরিমাণ ওষুধের মেয়াদোত্তীর্ণের এমন ঘটনা জেলায় তোলপাড় শুরু হয়েছে। দাবি ওঠেছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দিয়েছে। তদন্ত কমিটি এই ওষুধ কিভাবে গুদামে এসেছে তা জানতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে, সুনামগঞ্জ সদর হাসপাতালের গুদামে গত ১ সেপ্টেম্বর প্রায় আড়াই কোটি টাকার ওষুধ পাওয়া যায়। যার মেয়াদ ৬ বছর আগে শেষ হয়ে গেছে। এন্টিবায়োটিক, শিশুদের জন্য ওষুধ, গ্যাসের ওষুধসহ অন্তত ১২ ধরনের ওষুধের মজুদ রয়েছে গুদামে। যা গত এপ্রিল, জুন এবং সর্বশেষ ৩১ আগস্ট মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটির একাধিক সদস্য জানান, এই ওষুধ কিভাবে গুদামে এলো এটাকেই গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। কারণ এসব ওষুধের কোনও কাগজপত্র হাসপাতালে নেই। তবে বিচ্ছিন্নভাবে যারা এসব ওষুধ রিসিভ করেছেন তার কিছু প্রমাণ পাওয়া গেছে। কিন্তু ওষুধের মূল্য পরিশোধ, টেন্ডার বা ভাউচারের কোনও কাগজপত্র অফিসে সংরক্ষিত নেই। তবে যারা ওষুধগুলো রিসিভ করেছে তাদের সঙ্গে সংশ্লিষ্টরা কথা বলার চেষ্টা করছেন। হাসপাতালের তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে কোনও প্রভাবশালী গোষ্ঠী এমএসআর টেন্ডার বাগিয়ে নিতে প্রভাব বিস্তার করে আগেই ওষুধ সরবরাহ করেছিল। তারা জোর করে এসব ওষুধ হাসপাতালের একটি সিন্ডিকেটের সঙ্গে আতাত করে গুদামজাত করেছিল। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের কারণে আর বিলের ব্যবস্থা করতে পারেনি। কোনও কাগজপত্রও তারা অফিসে জমা দেয়নি। তবে সরকার এই ওষুধের জন্য আর্থিক কোনও লেনদেন না করলেও সরকারি হাসপাতালে কিভাবে এই ওষুধ এসেছে সেটাই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত কমিটির সদস্য সিনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণুপদ চন্দ বলেন, হাসপাতালে গুদামজাত মেয়াদোত্তীর্ণ ওষুধ কিভাবে এলো তার কাগজপত্র খোঁজছি। কিন্তু এখনো কাগজপত্র পাইনি। যারা এসব ওষুধ রিসিভ করেছে তাদের কাছ থেকে এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। তবে এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক বিস্তারিত বলবেন বলে জানান তিনি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. সুমন বণিকের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন

দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন