স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইজারাবিহীন ওই নদী থেকে বালু উত্তোলনের সময় স্থানীয় জনসাধারণ ও পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় প্রত্যেককে ১২ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। অভিযানে আটক নৌকা ও বালু বাজেয়াপ্ত করে সরকারের অনুকূলে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনের কারাদন্ড
- আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৫৪:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:০২:৫৪ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ