পূজা উদযাপন পরিষদ সদর ও পৌর শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
- আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৯:১৯:২৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:১৯:২৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ সদর উপজেলা শাখা ও সুনামগঞ্জ পৌর শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিক। এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলার শাখার সভাপতি সন্তোষ রায় সন্তো এবং পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ এষ বলাই ও পৌর শাখার সাধারণ স¤পাদক বিধান চন্দ্র দাস।
সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কলি তালুকদার আরতি, সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কান্তি দে, গণযোগাযোগ সম্পাদক কর্ণ বাবু দাস, সমাজকল্যাণ সম্পাদক মহিতোষ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সুপ্রভা কর, পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক রতীশ গোস্বামী, সদর উপজেলা শাখার সহ সম্পাদক অ্যাড. কুশল রাজ পাল, সদর উপজেলা সহ-সভাপতি বিমলাংশু রায়, সদর উপজেলা দপ্তর সম্পাদক পরিমল তালুকদার প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ