ধর্মপাশায় সংবাদ সম্মেলন
টাকার বিনিময়ে বিএনপি’র পদ বণ্টনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা
- আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১২:৩৫:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১২:৩৫:৫৩ পূর্বাহ্ন

সাইফ উল্লাহ ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মোর্শেদ ও যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক মাহবুব মোর্শেদ। তিনি বলেন, সম্প্রতি স্থানীয় কয়েকটি দৈনিকে ‘টাকার বিনিময়ে পদ’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এখানে অর্থের বিনিময়ে পদ বণ্টনের কোনো সুযোগ নেই। কমিটি গঠন প্রক্রিয়ায় ত্যাগী, পরীক্ষিত, মাঠ পর্যায়ের সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মীদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংবাদে দাবি করা হয়েছে যে কমিটি গঠনের সময় অর্থ লেনদেন হয়েছে, যা মনগড়া ও কাল্পনিক। এ ধরনের মিথ্যা প্রচারণা আমাদের রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরির অপচেষ্টা।
এ সময় তারা প্রকাশিত অডিও বার্তাকে স¤পূর্ণ এডিটেড বলে দাবি করেন। পাশাপাশি অভিযোগ করেন, মনোয়ার হোসেন টিটু ও তার ভাই যারা সম্প্রতি সংবাদ সম্মেলন করেছেন তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগপন্থী। ২০২৪ সালের নির্বাচনী কমিটিতেও তাদের নাম ছিল। বিএনপির সাথে তাদের কোনো স¤পৃক্ততা নেই। কমিটিতে স্থান না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আহ্বায়ক মাহবুব মোর্শেদ বলেন, এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন সৎ সাংবাদিকতার নীতির পরিপন্থী। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইউনিয়ন যুগ্ম আহবায়ক প্রভাষক হারুন অর রশীদ সরকার বলেন, সত্যতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। আমরা এমন মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য শাহ আলম বলেন, আমাদের প্রতিটি ওয়ার্ড কমিটি স্বচ্ছতার সাথে হয়েছে। যারা ত্যাগী ও নির্যাতিত নেতা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ