৭নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪০:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪০:০০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ পৌর বিএনপি’র ৭নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় শহরের বড়পাড়াস্থ জেলা বিএনপির সাবেক মহকুমা প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওদুদ পাঠানের বাসভবনে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির ৭নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক রুপন মিয়া সভাপতিত্বে ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল করিম পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের ৪ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক, পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ প্রমুখ।
কর্মীসভা শেষে জুলহাস পাঠানকে সভাপতি ও রুপন মিয়াকে সাধারণ স¤পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপসস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিক, বিএনপি নেতা হোসেন আমির, বশির আহমদ চৌধুরী, জহুর আলী, আক্তার হোসেন, রেনু মিয়া, আব্দুর রহমান, জাকিরুল ইসলাম তপু, জামাল উদ্দিন, শফিউল ইসলাম, পারভেজ আহমেদ, সুয়েব আহমদ প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ