মধ্যনগরে পলাতক আসামি গ্রেফতার
- আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪৬:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪৬:০৩ পূর্বাহ্ন

মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার শাহাপুর গ্রামের বাসিন্দা পল্লব মিয়া (২২) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা একটি দোকানের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, উপজেলার চামরদানী ইউনিয়নের শাহাপুর গ্রামের বাসিন্দা পল্লব মিয়ার বিরুদ্ধে গত ১৯ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়। তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ