স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারতীয় চোরাচালান রুখতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাচালানকৃত ১১০ কেজি জিরা, ২৬৩ কেজি ফুচকা এবং ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ বলেন, চোরাচালান প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান চলবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বিশ্বম্ভরপুরে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
- আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৬:৫৩:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৬:৫৪:৩৫ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ