সিলেটে ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ শিবিরের বিরুদ্ধে
- আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:১৬:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:১৬:৩১ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবার এজন্য ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ আনলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান।
আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আনিসুর রহমান বলেন, মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় একদল লোক রাহাতের ওপর হামলা চালায়। এ সময় তার দুই পা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা। তবে কারা এই হামলা চালিয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আহত যুবক হামলাকারীদের চিনতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন। তবে তার পরিবার বলছে, এ বিষয়ে তারা পরে জানাবে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে আহত রাহাতের বাবা ফারুক বলেন, গতকাল আমার ছেলের এক বন্ধুর বাবা মারা গেছে। এজন্য রাহাত তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে কয়েকজন হেলমেট পরা লোক এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাত ও পায়ের রগ কেটে যাওয়ার পাশাপাশি পায়ের হাড্ডি ভেঙে গেছে। রাহাতের বাম হাতের দুটি আঙ্গুল আলাদা হয়ে গেছে। তার সারা শরীরে আঘাত করা হয়েছে। সন্ধ্যার দিকে তার অস্ত্রোপচার করা হবে।
রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে তার বাবা বলেন, প্রায় আট থেকে নয় মাস আগে পাড়ায় জামায়াত ও শিবিরের লোকজনের সঙ্গে রাহাতের ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি পাড়ার মুরুব্বীরা বসে সমাধান করেন। পূর্ব শত্রুতার জেরে তারা এ হামলা করেছে।
হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবিরের সিলেট মহানগরের সভাপতি শরীফ মাহমুদ বলেন, ডাকসু নির্বাচনের জন্য আমরা ব্যস্ত ছিলাম। আমি কেন্দ্রে আছি। তবে কিছু হলেই ছাত্রশিবিরের নাম বলা হয়; এগুলো ভিত্তিহীন। এটি মিথ্যা অভিযোগ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ