দিরাই প্রতিনিধি ::
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আপনারা আমাকে দুই বার উপজেলা চেয়ারম্যান এবং একবার এমপি বানিয়েছেন। আমি সবসময় আপনাদের সেবা করার চেষ্টা করেছি। আমার অসুস্থতায় সার্বক্ষণিক আপনারা আমার খবর নিয়েছেন। আপনাদের এ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাই, এটা আমার জীবনের শেষ নির্বাচন। আমি আমৃত্যু দিরাই-শাল্লাবাসীর পাশে থাকতে চাই। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হোন। বুধবার দুপুরে দিরাই পৌরশহরের থানা পয়েন্টে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সদস্য আব্দাই মিয়া, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নাছির চৌধুরী আরও বলেন, আমি দীর্ঘ দিন জনপ্রতিনিধি থাকলেও নিজের জন্য কিছুই করিনি, সবসময় আপনাদের সেবা করার চেষ্টা করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা আমার পাশে থাকবেন এ আমার বিশ্বাস। নাছির উদ্দিন চৌধুরী বলেন, দিরাই-শাল্লার গণমানুষের দাবি আদায়ে আমি সব সময় সোচ্চার ছিলাম। ভাসান পানিতে জেলেদের জীবনসংগ্রামের ন্যায্য অধিকার, কৃষক ভাইদের ন্যায্য অধিকার নিয়ে রাজপথে আন্দোলন করেছি। অনেক স্বপ্ন ছিল দিরাই-শাল্লার উন্নয়ন নিয়ে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। আমি বিশ্বাস রাখি আগামী নির্বাচনে প্রার্থী হলে জয়ী হবো।
তিনি বলেন, বিগত ১৭ বছর ভোটের অধিকার ছিলো না। ছাত্র-জনতার কঠোর আন্দোলন ও রক্তের বিনিময়ে স্বৈরশাসকের বিদায়, ভোটার অধিকার ফিরে এসেছে। তাই সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে ত্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানাই।
সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা দিরাই-শাল্লা আসনে ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরীকে প্রার্থী করার আহ্বান জানান।
এদিকে, বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে জনসভায় যোগ দেন। বেলা দুইটার দিকে দুই মেয়ে নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরীকে নিয়ে মঞ্চে আসেন নাছির চৌধুরী। এ সময় উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
আমৃত্যু দিরাই-শাল্লাবাসীর পাশে থাকতে চাই : নাছির চৌধুরী
- আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:২১:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:২৪:২৬ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ