বিএনপি’র নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে : আনিসুল হক
- আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি কিংবা কোনো অনিয়ম করা হলে তা সহ্য করা হবে না, সবাইকে নিয়ে এদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ স¤পাদক, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মো. আনিসুল হক।
সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী বাজার মেইন রোডে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের নায়ক এবং আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। তার হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, জনগণের প্রিয়জন হয়ে জনগণের কাছে যেতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, সবাইকে আপন করে নিতে হবে - এটাই তারেক রহমানের নির্দেশ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সব শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, সদস্য আবুল হুদা ও এমদাদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম, সাধারণ স¤পাদক সামাদ মুন্সি প্রমুখ।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ