সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পথে যেতে যেতে : পথচারী হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর ‘ফুল স্পিডে’ চলছে সংসদ নির্বাচনের কেনাকাটা ভূমিকম্পে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ১০ স্থানে ফাটল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে?

পথে যেতে যেতে : পথচারী

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২৯:২৪ পূর্বাহ্ন
পথে যেতে যেতে : পথচারী
ক্ষমতার লোভ অনেক মানুষের চিরস্থায়ী লোভ। তাই যুগে যুগে দেশে দেশে ক্ষমতালোভী মানুষেরা ক্ষমতায় যেতে মরিয়া হয়ে ওঠে। আন্দোলন-সংগ্রাম খুন-হত্যা সকল প্রকার কাজই করে থাকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। নিজের সমস্ত বিবেক-বিবেচনা বিসর্জন দেয় শুধু ক্ষমতার লোভে। ইতিহাসে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। অথচ ক্ষমতায় গিয়ে তারা বেমালুম ভুলে যায় পেছনের কথা ও ইতিহাস। লুটপাট, গুম, খুন, হত্যা, ক্ষমতার অপব্যবহার সবই করে অবলীলায়। তখন তারা একটি বারও ভাবেনা যে, চেয়ারটি সামান্য সময়ের জন্য। নিকট অতীতের কথাই যদি বলি তাহলে শ্রীলংকার কথা বলতে হয়। ২০২২ সালের ঘটনা। জ্বালানী ও খাদ্য বিষয়ে ভয়াবহ সংকটে পড়ে দেশটি। দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্থ হলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। শুরু হয় দেশজুড়ে ব্যাপক আন্দোলন। দেশ প্রায় অচল হয়ে পড়ে। অবশেষে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গোটাবায়া রাজাপাকসে ও তার পরিবার। শ্রীলংকার এই ঘটনা প্রমাণ করে দুর্নীতি, স্বজনপ্রীতি, শোষণ, লুটপাট চরম আকারে পৌঁছলে ক্ষমতাসীনের পতন অবশ্যম্ভাবী। অনেকটা শ্রীলংকার মতই ঘটনা ঘটে নেপালে। গত ৮ সেপ্টেম্বর/২৫ সংঘটিত গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় ৭২ জন। ফলে পদত্যাগ করতে বাধ্য হন সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। সে দেশে সরকারের স্বেচ্ছাচারিতার কারণে সাধারণ মানুষ অসহিষ্ণু হয়ে পড়ে। ফলশ্রুতিতে দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করলে দেশটিতে ফুঁসে ওঠে জনগণ। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। দেশের সাধারণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকতে পারে না। নেপালের অন্তত ৩৫ লক্ষ লোক বিভিন্ন সূত্রে ভারতে বাস করে। ব্যবসা-চাকুরি আরও নানা সূত্রে বসবাস করা মানুষগুলো ভারতের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছে। নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। শুধু শ্রীলংকা বা নেপালই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্রের ঢেউ আছড়ে পড়ছে প্রতিদিন। ইন্দোনেশিয়াতেও লেগেছে এই ঢেউ। ভারত ও প্যাসিফিক ওসেনের মধ্যবর্তী দেশ ইন্দোনেশিয়া। ১৯৪৫ সালে দেশটি নেদারল্যান্ডস-এর কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। ৩৩টি প্রদেশ নিয়ে দেশটি গঠিত। ২০২৪ সালে বাংলাদেশে যেমনটি ঘটেছিল ঠিক তেমনই এক গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। দেশটির সংসদীয় নেতা ও সর্বোচ্চ নেতাদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে নানা রকম সংবাদ প্রচারিত হচ্ছিল দেশটির সংবাদ মাধ্যমে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সে দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি নেপালের প্রথম নারী বিচারপতি। ৭৩ বছর বয়সী এই নতুন প্রধানমন্ত্রী সে দেশের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের নিকট শপথ গ্রহণ করেন। নেপাল ছোট দেশ। এর আয়তন বাংলাদেশের তুলনায় অনেক ছোট, জনসংখ্যাও কম মাত্র ৩ কোটি। নেপালকে প্রাকৃতিক সৌন্দর্য্যরে কারণে লোকেরা ‘হিমালয় কন্যা’ হিসেবে আখ্যায়িত করে থাকেন। সম্প্রতি দুর্নীতিবিরোধী আন্দোলনের সময় এক পর্যায়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল রাজপথের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হওয়ায় দেশটির পরিস্থিতি শান্ত হয়। শপথ গ্রহণের সময় সুশীলা কার্কি কোনো বক্তব্য দেননি। শুধু হাত নেড়ে অভিনন্দন জানিয়েছিলেন। আনন্দের বিষয় হচ্ছে ইতোমধ্যে এই নতুন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে ভারত, বাংলাদেশও। ইতোমধ্যে দেশটিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের তারিখও ঘোষণা করা হয়েছে। ৬ মার্চ ২০২৬। দক্ষিণ-পূর্ব এশিয়ার গণতন্ত্রের এই ঢেউ নিয়ে বলতে গিয়ে বাংলাদেশের কথা তো বলতেই হয়। বাংলাদেশের দীর্ঘ ১৬ বছরের নির্বাচিত (!) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন ভারতে। এখনও তিনি সেদেশেই অবস্থান করছেন বলে জানাগেছে। দিনটি ছিল ৫ আগস্ট ২০২৪। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা নিয়ে এদেশবাসী যে গর্ব করতো তা ধুলায় লুটিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এমনটি আমরা অদূর ভবিষ্যতে আশা করি না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূমিকম্পে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ১০ স্থানে ফাটল

ভূমিকম্পে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ১০ স্থানে ফাটল