চলন্ত সিএনজি থেকে পড়ে তরুণী নিহত
- আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৮:২৭:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৮:২৭:৩৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জে চলন্ত সিএনজিচালিত অটোরিকসা থেকে পড়ে এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ-দিরাই সড়কের নোয়াখালী বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জেলি আক্তার (১৭) শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া গ্রামের আরজু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলি আক্তার তার মামার বাড়ি সুনামগঞ্জ সদর থানাধীন দক্ষিণ আরপিননগর থেকে নিজ বাড়িতে ফেরার পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের নোয়াখালী বাজার এলাকায় চলন্ত সিএনজি থেকে পা পিছলে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ