কলিম শাহ বাউল সংঘের সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
- আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:২৫:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:২৫:২২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর উচারগাঁও কলিম শাহ বাউল সংঘের উদ্যোগে মাসিক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বেতগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংঘের প্রধান উপদেষ্টা আব্দুল হান্নান এবং লন্ডন প্রবাসী গীতিকার ও নাট্যকার আবুল আজাদের নির্দেশনায় আলোচনা সভা পরিচালিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ বাউল শিল্পী শাহজাহান সিরাজ, বাংলাদেশ বেতার সিলেটের বংশীবাদক আলী আকবর, বাউল রশিদ উদ্দিন, জেলা বাউল সমিতির সাধারণ স¤পাদক সেলিম সরকার প্রমু।খ
বক্তারা বলেন, কলিম শাহ বাউল সংঘের মাধ্যমে বাউল শিল্পীরা ছয় মাসের জন্য বিনা সুদে ৫০ হাজার টাকা ঋণ সুবিধা পাচ্ছেন, যা শিল্পীদের বড় সহায়তা। এছাড়া লন্ডন প্রবাসী আবুল আজাদ সবসময় অসহায় ও দুঃখী মানুষের পাশে থেকে সহযোগিতা করছেন, যা জেলার জন্য গৌরবের বিষয়।
আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিক ভান্ডারি, বাউল মিরাজ, আক্কল হোসেন, শিল্পী আফরোজ, ব্যবসায়ী মহিন আলী, নাজমুল হুদা তালুকদার, কবির আহমেদ, উকিল আলী, আতাউর রহমান, কদ্দুস, রিয়াজ, বংশীবাদক সোহেল প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ